তোমার পথ তোমার সাথে
তোমার ওপথ আমার নয়!
তুমি ভালো তোমার মত,
আমি হাঁটি আমার পথ।
সমান্তরাল রেলের মতই
চলি দু’জন প্রভেদ মেপে!
শত্রুও নাকি বন্ধু হয়-
নানান রকম শখের বশে!
তোমার মুখের ভাষাগুলো
মিষ্টি লাগে মধুর মত!
ইচ্ছে করে ফিরিয়ে দিতে,
কিন্তু বিবেক বারণ করে।
দাবী করো অনেক বড়!
আমার ভীষণ শরম করে!
সুখে থাকার চেষ্টা করো-
নিজের মতই স্বপ্ন দেখো।