আহারে পুত্রধন! হয় যদি মহা বিদ্বান!
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সি এ, ব্যারিস্টার!
পিতা-মাতা ফর্দ লিখে চালায় অভিযান!
এতোদিনে জীবনের সাধ মিটিবে এবার!


এমন কি ছেলে যদি নাও পারে লিখতে
জীবন বৃত্তান্ত অর্থাৎ, বায়োডাটা নিজের!
তার ও চাই বাড়ি, গাড়ি, সুন্দরী নারী!
তারপর ও বাকি থাকে, চায় বার বার!


বিয়ের পরেও চলে দিবা-নিশি নিপীড়ন!
এটা-ওটা আনো ফের! করো দেখশোন!
নইলে হবে না করা আর সোয়ামীর ঘর
অসহ্য বেদনায় কেঁদে উঠে বধুয়ার মন!


তখনই ফুঁসে উঠে নিপীড়িত অবলা নারী-
ভিতরে ভিতরে করে বসে অকল্পনীয় পণ!
প্রতিশোধের আগুন জ্বলে হৃদয়ের গভীরে-
যেভাবেই হোক, পাঠাবে তাদের নির্বাসন!


অবশেষে একদিন অবলা সবলা হয়ে যায়;
রুদ্র মূর্তি সেজে সংসারে ছড়ায় দাবানল!
শুরু হয় সংসারে অভিশপ্ত নিয়ম-কৌশল!
পিতা-মাতা যায় বৃদ্ধাশ্রমে ফেলে আঁখিজল!