ভোলা রে ভুলে গেছি, ফেলে আসা প্রেম-ছলা
স্মৃতির চোখে ধূল পড়েছে, হয়ে গেছি মনভোলা!
আকাশে মেঘ জমেছে, দেয় না মনে কেউ দোলা
স্বপ্নপুরে ঝড় উঠেছে, কেউ দেবে না জয় মালা!


পাগলা মনের প্রলাপ শুনে বাড়ছে মনে যন্ত্রণা
নিশীথে শশী’র সনে প্রেম করে পাই সান্ত্বনা!
মনের হাটে মন মিলে না, লগ্ন ছড়ায় বঞ্চনা
প্রেম কাননে প্রেম ছিল না, সবটা ছিল কল্পনা।


ফাগুনে আগুন জ্বলে, হিমেল হাওয়ার নেই দেখা
বর্ষ জুড়ে হৃদয় পুড়ে, বসন্ত মেলে না পাখা!
ভোলামন তার’চে চল ভবের বাড়ি যাই ছেড়ে
ছল করে আর বসবে না কেউ এই মনটা জুড়ে।