শৈশবে ঝরেছিল দুই চোখে কত জল!
ক্ষুধার তাড়না ছিল, ছিল বন্যার ঢল!
ঝড়ের কবলে পড়ে ভেঙ্গেছিল ছোট ঘর
প্রিয়জন দূরে গিয়ে চিরতরে হ’লো পর!


কৈশোরে অবহেলে কেটেছে কত সময়
সুখস্মৃতি নেই কিছু, আছে শুধু বিস্ময়!
বেদনার বালুচরে সবই ছিল দুঃখময়!
সুখের সাথে হয়নি কোন দিন পরিচয়।


তারুণ্যে গিয়ে রণে খেলেছি মরণখেলা,
হারিয়ে আপনজন হারিয়েছি স্বপ্নভেলা!
অনিয়ম দেখে দেখে কেটেছে কত প্রহর
দ্রোহের ফাঁদে পড়ে ছেড়েছি প্রিয় শহর!


যৌবনে রাজপথে থেকেছি ভুলে ধাম  
বজ্রমুষ্টিতে করেছি প্রতিবাদ অবিরাম,
স্লোগানে স্লোগানে ঝরিয়েছি কত ঘাম
প্রতারিত তৃণমূল! পাইনি কোন দাম!


বৃদ্ধ বয়সে দেখি, জমে গেছে ঢের ঋণ
শুধিবো কেমনে বল কেটে গেছে দিন!
গোধূলি বেলায় দেখি, সঞ্চয় কিছু নাই
স্মৃতি ঘেঁটে তাই শেষে শুধু ব্যথা পাই!