জানুয়ারীতে শিশুরা পায়
নতুন বইয়ের গন্ধ,
মজা করে পড়ে সবে
নতুন ছড়ার ছন্দ ।


ফেব্রুয়ারী জাতির কাছে
মুক্ত ভাষার মাস,
বর্ণ সেনা জীবন দিয়ে
গড়লো ইতিহাস !


মার্চ মাসে শুরু হলো
স্বাধীনতার যুদ্ধ,
জীবন দিলো দেশের তরে
লক্ষ আবালবৃদ্ধ !


এপ্রিল মাসে গরম শুরু
ঝড় ঝাপটাও আসে,
শহীদ জিয়া জীবন দিলেন
মে মাসেরই শেষে ।


জুন মাসে দেশী ফলে
বাজার ভরে যায়,
জুলাই মাসে বর্ষা শুরু
চড়তে মজা নায় ।


আগষ্ট মাসে ঘটেছিল
সামরিক অভ্যুত্থান,  
স্বজন সহ ঝরে গেল
বঙ্গবন্ধুর প্রাণ !


সেপ্টেম্বরে নদীর ভাঙ্গন
নিঃস্ব করে মঙ্গা,
অনেক মানুষ কষ্টে ভুলে
স্বাধীনতার সংজ্ঞা ।


অক্টোবরে শিশির এসে
ভেজায় তৃণলতা,
নভেম্বরে পরীক্ষা হয়
লিখেই ভরে পাতা ।


ডিসেম্বরের ষোল তারিখ
যুদ্ধ হলো শেষ,
বাংলাদেশের মানুষ পেল
স্বাধীন বাংলাদেশ ।