একেবারেই ছন্দহীন!
দুর্বোধ্য কবিতার মত গদ্যময়!
সাগরের ঢেউগুলো আছড়ে পড়ে সৈকতে,
নদীর ঢেউগুলো কুলুকুলু ধ্বনি তোলে;
সবাই ছন্দময়, খেলে নিয়মের খেলা।


যখনই হয়ে যায় পাগলা ঘোড়ার মত লাগামহীন
হয় সূনামী না হয় জলোচ্ছ্বাসে সর্বনাশ!


কোন এক অমানিশা রাতে এসেছিল রাবিশের ঝাঁক,
ওদের ঝুলিতে ছিল আদিখ্যেতা আর নির্লজ্জতা!
শুরু হয় নাটকীয়তা আর কৃত্রিমতার আবহ;
তবে কাব্যময়তার প্রলেপ দেবার প্রয়াস থাকলেও
অপমৃত্যু হলো সত্য-বিশ্বাস আর সুন্দরের!


দাফন, কাফন শেষকৃত্য সমাপন
এখন চলছে কূলখানির আয়োজন!
শিশুতোষও ব্যঙ্গময়, অবাঞ্ছিত!
মৃত্যু পথযাত্রী, উবু হয়ে পড়ে আছে সৈকতে
সাগরে ডোবা অভিবাসী শিশুদের মত!


সূর্য আড়াল হওয়া বৈকাল এখন;
এর পর নেমে আসবে আলোহীন অন্ধকার!