ইচ্ছেরা আমরণ অবিনশ্বর;
যা সর্বদা নয় সরব,
প্রায়শ প্রহর কাটায় নীরবতায়!
স্বপ্নে দেখে জয়, তবু মনে সংশয়
থাকে সুসময়ের অপেক্ষায়।


সুখের নেশায় করবো ত্যাগ,
সামনে কিছু হোক না ক্ষয়;
অন্তরালে করবো ভোগ!
তবেই হবে বিশ্ব জয়!


অসময় বদলে যাক বসন্তের পরশে,
দখিনা বাতাসে কেটে যাক মেঘ,
নিমেষে স্বপ্ন উঠুক হেসে ।