ঝরলে বাদল ঘরের চালে
শব্দ আসে টাপুর-টুপর,
বৃষ্টি এলে মুষলধারে
বদলে যায় দুপুর!


বারান্দাতে জমিয়ে আসর
গল্প করে, খায় চানাচুর,
বৃষ্টি এলেই ঘরে ঘরে
বদলে যায় দুপুর!


উঠানখানা ভরলে কাদায়
থেমে যায় খুকুর নূপুর,
বৃষ্টি এলে মনে বনে
বদলে যায় দুপুর!


কানটা পেতে শুনতে থাকি
পাগল করা বাঁশির সুর!
বৃষ্টি হলে গৈগেরামে
বদলে যায় দুপুর!


কিশোর-যুবার হৃদয় জুড়ে
ভাবনা বাড়ায় এসে হুর!
বৃষ্টি হলেই মনাকাশে
বদলে যায় দুপুর!