বৃষ্টি যখন আসে;
শিশির যেমন ঘাসের ডগায়
মুক্তো দানা হাসে!


বৃষ্টি যখন আসে;
নগর জুড়ে ঢেউয়ের দোলা!
বন্যায় যেন ভাসে!


বৃষ্টি যখন আসে;
ময়ুর যেমন পেখম মেলে,
নাচে তেমন কাশ’এ!


বৃষ্টি যখন আসে;
মনের সুখে সিনান করে
আকাশ ছোঁয়া বাঁশে!


বৃষ্টি যখন আসে;
উদোম শিশুর হর্ষ মিছিল
নাচে গাঁয়ের পাশে!


বৃষ্টি যখন আসে;
খুনসুটিতে মেতে উঠে
যুগল পাগল হাঁসে!