নিয়তির খেলা চলে দৃষ্টির অগোচরে
ভাবিনি কখনো আমি এ রকম করে,
কে আপন কে বা পর বোঝা বড় দায়;
মরীচিকা দেখে চোখে ঝরিছে শ্রাবণ।
জানি না কতটা পথ আরো আছে বাকি
আর তো শক্তি নেই, দুঃখ চেপে রাখি,
তার চেয়ে ঢের ভাল, আমায় নিয়ে চল
পড়ে থাক পাপে ভরা, অপয়া ভুবন!


হে প্রভূ, তোমার কাছে প্রশ্ন রেখে যাই;
আমার স্বপ্ন কেন কেড়ে নিলে সাঁই!
কেন তবে মিছে হলো আমার জীবন?
সারাটি জীবন ভরে দুঃখ সয়ে সয়ে
গোধূলি বেলায় আমি দাঁড়িয়ে এখন,
তবুও সুখের সাথে হলো না মিলন!