কোন এক ঝলমলে প্রভাতী প্রহরে
শিকারীর সাজে রাজা বেরুলো শিকারে,
সাথে ছিল পারিষদ, ছিল প্রিয়জন;
হাতি-ঘোড়া কত কিছু হলো আয়োজন।
চলিতে চলিতে পথ ফুরালো যখন,
পেরেশানী শেষ হলো এলো শুভ ক্ষণ।
বেশুমার শিকারকে করেছিল বধ-
এবারে ধরতে হবে ফিরিবার পথ।


খেয়াল করেনি কেউ নেমেছে আঁধার!
হারিয়ে ফেলিল পথ, দেখিল পাথার!
চারিদিকে বিপদের শোনে পদধ্বনি-
ফেঁসে যায় মহাজটে, বেকার অবনী!
জানে না ভাগ্যে তাদের কি আছে লিখন
অরণ্যের মাঝে বুঝি হারাবে জীবন!