যুদ্ধ এবং ক্রিকেট! চলছে সমান্তরাল;
যেখানে লুক্কায়িত থাকে পেশাদার উপভোগীদের
উপভোগ্য উপকরণ; যে সত্য আছে চোখের আড়াল!
এ নকশা প্রণয়নে অবদান কার?


ক্ষমতার আধারে লালিত হয় প্রতারণার বাহারি সূত্র;
যার একচোখা দর্শনে হয় উষ্ণ লালসা সমৃদ্ধ
বিশ্ব শাসনের খায়েশ যারে করে ভৃত্য
সে কেউ নয়; শয়তানের মিত্র!


এ রোগের আরোগ্য হয় না সস্তায়;
বেভুল মানুষ ভুলে আছে অহমের চেতনায়,
নগদ সুখের নেশায় আরণ্যকরা মিশেছে মোহনায়!
আপনাকে দেখে না সে আয়নায়!


হয়তো প্রচ্ছন্ন আছে পিরামিড রহস্য মাঝে পরিচয়;
প্রযুক্তির উন্মাদনায় প্রাপ্তির আনন্দ ছুঁয়ে যায়!
যদিও বিপদ রেখা রয়েছে অপেক্ষায়!
তিক্ত সত্য তো এই, অন্তে নেই বিজয়।