মানুষ পশুতে নেই কোন ব্যবধান!
অর্থ ও ক্ষমতা যার বশীভূত আজ,
গড়ে দেয় সুবিশাল অহমিত তাজ!
পারে না কিছু সে নেই হেন কাজ!


নিজের স্বার্থে সে করে না আপোষ
চুরিও করতে পারে মামুলি পাপোষ!
লজ্জার বালাই করে ঝেঁটিয়ে বিদায়
জোর করে সম্ভ্রম করে সে আদায়!


রক্তের পরিচয়েও করে না পরোয়া
কেড়ে নিয়ে অন্নজল দেখায় ক্ষমতা,
পাষাণ হৃদয় যাহার, সে বড় কঠিন
কারো তরে মনে তার নেই মমতা!


বিপরীতে নির্ধনেরা হচ্ছে নিপীড়িত
কারণে-অকারণে হতে হয় অবনত!
তাকেই নিতে হবে সব কাজে ঝুঁকি
বিনিময়ে ধনীগণই হয়ে যায় সুখী!


পচে যাওয়া সমাজের কেমন রীতি
অসভ্য সমাজের নেই কোন নীতি!
ক্ষমতার মালিক যে, সেই মহাজন
বাকি সব অসহায়, যেন অভাজন!