চাঁদ যদি নিষ্প্রভ হয়ে যায় যাক না
তুমি যদি পাশে থাক রয়ে যাবে জোছনা,
আমার জীবনে সখী যদি হও সবিতা
ভুলে যাব পূর্ণিমা লিখে যাব কবিতা।
একাদশী রজনীতে ভালবাসি বিনীতা
তোমাকে বাহুতে নিয়ে ভুলে যাব হীনতা,
চাঁদ যদি নাই থাকে তুমি থেক অহনা
তোমা হতে সুখ নিয়ে মুছে দেব যাতনা।


চাঁদের কলঙ্ক বলে যবে কিছু রবে না
তখন তোমার প্রভা ছেড়ে যাবে সীমানা,
সেই দিন প্রিয় সখী তুমি হবে বাসনা
তোমাকে পাবার তরে কত হবে সাধনা,
তখন করো না প্রিয়া মিছে কোন বাহানা
আমারই পাশে থেক দুরে চলে যেও না।


বিঃদ্রঃ-সম্প্রতি বিজ্ঞানীগণ চাঁদের ভবিষ্যৎ স্থায়ীত্ব
নিয়ে আশংকা প্রকাশ করেছেন। সে কারণেই লেখা।