তুমি কি কোন মিষ্টি ঘ্রাণ পাও?
যে ঘ্রাণে স্বপ্ন আছে-আছে প্রভাতের সন্ধান,
এমনই একটা সুঘ্রাণের প্রত্যাশায়
ছিলাম উন্মুখ; আমি পাই সেই সত্যের দান।


এবার আমি হয়ে গেছি নির্ভার!
সব কিছু ভুলে, মুছে দিয়ে ছেড়েছি পিছুটান
হিসেবের খাতা গুলো করতে পূর্ণ
অনন্তের পথে আজ চালাবো নতুন অভিযান।


আমি চাই ওপারের মুক্তির স্বাদ;
এ জীবন তুচ্ছ অতি, নেই স্থায়িত্ব, নেই মান,
এপারে কিসের জয়! সব জঞ্জাল-
ওই খানে আছে প্রশান্তি, আছে মৃত্যুহীন প্রাণ।


জীবনের সাথে নেই কোন দোস্তি,
সবই ধোঁকা-মরীচিকা, নেই আলোর সোপান,
আমি ক্ষুদ্র বিনিময়ে কিনতে চাই
চিরমুক্তির অবারিত দ্বার, বিসর্জনের প্রতিদান।