বিবর্তিত ভাবনার ক্রমাগত আস্ফালনে
মুক্তির স্বপ্ন গুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে,
স্বাধীন জাতির পরাধীন খায়েশের মত
চেতনার বাতিগুলো নিভে নিভে জ্বলে!


জিজ্ঞাসু প্রজন্মের খুনিরা যেমন আজ্ঞাবহ অসি!
কালিমা লেপন করে নিঃশঙ্কচিত্তে, দ্যুতিহীন মসি,
আসন্ন কালের কাছে বিষন্ন হবে জেনো দম্ভ-
শহীদী লোহুর স্রোতে ভেসে যাবে ভিতহীন স্তম্ভ!


আলোর ফোয়ারা এসে আলোকিত করে যাবে
নত শিরে পড়ে থাকা লাঞ্ছিত মানুষের প্রাণ,
আরশি নগর থেকে পড়শীর শাসন এসে
জালিমের হুকুমত করবেই চিরতরে ম্লান!


বিষের পেয়ালা হাতে অসাধুরা তবু হাসে
অবিশ্বাসীর ঠিকানা হবে জ্বলন্ত জাহান্নাম!
বিপন্ন গ্রহবাসী দলে দলে দাঁড়াও আসি
নিয়ে নাও আয়ু বেচে জান্নাতী দাম।


নানা নামে নানা ছলে মানবতা হনন করে
সুরাপায়ী নগ্ন পশুরা যেথা গড়েছে আবাস,
পথভোলা পান্থ তুমি যেও না অরণ্য মাঝে;
জেনে রেখ, দুর্ভেদ্য প্রতিরোধে শান্তির আভাস।