অসীম-অনন্তপানে দেখি বারে বার
পুণ্যির হিসেবে শূন্য, শুধুই আঁধার!
নদীর স্রোতের মত চলছি ভাটিতে
মৃত্যু আসবে যখন, শোয়াবে মাটিতে।
আয়োজন নেই কিছু, কি দিব জবাব
হই না বিশাল ধনী, হই না নবাব!
পরকাল করে হেলা, সময় উজাড়
দ্বীনের কথায় হয় হৃদয় বেজাড়!


হে মহান দয়াময়, দাও হেদায়াত
আরাধনা করি কত জেগে নিশিরাত,
তোমার করুণা ছাড়া পথ নেই খোলা
হয়তো ধোঁকার মাঝে কেটে যাবে বেলা,
তবু মনে আশা নিয়ে করি ইবাদত
যদি তুমি ক্ষমা করো, পাবো রহমত।