অবনী আমার নয়, চলো মূল ঠিকানায়
ফয়সালা হবে যেথা জয়-পরাজয়,
মোহ যদি কষে ধরে সুবোধ ভেসে যাবে
ঈমানে ধরবে চিড় মূল হবে ক্ষয়!


বিনয়ীপূর্ণ মানুষদের পাশে থাকে মহাকাল;
সুস্থ প্রতীতির মাঝে থাকে না ভুল,
প্রলোভনে পড়ে যদি ধরি জ্বলন্ত অগ্নিশিখা
পাব না দেখা তাঁর হারিয়ে দু’কুল!


নিয়মের অবাধ্য হলেই খোয়া যাবে সঞ্চয়
কি করে এপার থেকে যাবো ঐপার,
মিজানে শূন্য হাতে দাঁড়ালে কি পাব দাম?
আলোকিত পথে চল ছাড়িয়া আঁধার।


নীতিহীন অশুভ পথ যদি করি গো আপন
ছিটকে পড়ব পেড়ােতে পুলসিরাত,
আগুনের স্ফুলিঙ্গ এসে করবে তখনই গ্রাস
পাবো না কখনো আর মুক্ত প্রভাত!