সুনিপুণ ছলে সরব জাতিকে নীরবে করেছে গ্রাস,
নব কৌশলে লক্ষ দ্রোহীকে বানিয়েছে জিন্দা লাশ!
মাদকের বিষে কিছু গেছে মিশে! যন্ত্রণা বহমান;
নিও না ছিনিয়ে দাগ-খতিয়ান, হে মহান রহমান।


ভ্রষ্ট মানুষে করে ব্যাভিচার! কিছু করে দুর্নীতি!
আপন স্বার্থে অসৎ নেতায় ছড়ায় সমাজে ভীতি!
প্রহসনে মেতে করে প্রতারণা! তৃণমূল দিশাহারা;
আত্মঘাতীর মহাউল্লাসে, বিহবল জাতি পথহারা!


নিজেকে বিকিয়ে কৌশলে ওরা সেজেছে ময়ূরসাজ!
বিনিময়ে তারা খোদা-নবী নিয়ে গড়েছে ব্যঙ্গরাজ!
লুটপাট করে ধনী হয় যারা, তারাই তো মহারাজ!
তেল-জল মেখে প্রিয়জন বনে! একটুও নেই লাজ!


বাকি থাকে যারা সম্বলহীন, পরকালে করে ভয়;
অসহায় তারা অধিকারহীন! পলে পলে হয় ক্ষয়!
মহা দুর্যোগে পরীক্ষা হবে, কার ভাগে পড়ে জয়
কে নিবে দায় অভাগা জাতির, চাই না বিপর্যয়।