শোষকের সাথে গাঁটছড়া বেঁধে
শোষিতকে কর পর!
অঙ্গীকারের নিকুচি করিয়া
কথা কর নড়চড়!


ভোগীদের সাথে উল্লাসে মেতে
মানবতা কর খুন!
বিদ্রুপ হেনে আহত করিছো
সম্ভাবনার ভ্রুণ!


অযোগ্যদের কাছে টেনে করো
গুণীদের অপমান!
কার তরে করো ক্ষেত্র তৈরী
স্বাধীনতা কম্পমান!


বীর জাতিকে বিভক্ত করছো
কি তোমার অভিলাষ?
দুরাচারীদের সাথে নিয়ে চাও
দেশপ্রেমিকের লাশ!


জাতি আর কত করবে সহ্য
বীর করো উঁচু শির,
সবুজের মাঝে মমতা মিশিয়ে
গড়ো শান্তির নীড়।