মাটির ইজারা নিয়ে চাষ করে গাধা দিয়ে
জাল সই দিয়ে দিয়ে চুরি করে সার!
চারিদিকে কালো টাকা, ভাল আছে মোটা কাকা
চুনোপুটি মরে সব হলো ছারখার!


নগ্নতা ইথারে ভাসে, অশ্লীলতা চারপাশে
কিশোর-কিশোরী মাতে যৌনতায়!
হাইব্রীড, ক্রসব্রীড সমাজে গেড়েছে ভিত্
পাপ বাড়ে সুশীলের মৌনতায়!


বারুদের গন্ধে হাসে জিঘাংসু অক্টোপাশে
স্বার্থ হাসিলে করে মিথ্যাচার!
অরক্ষিত ইতিহাসও বিশ্বময় ধর্ষিত হয়!
প্রাণীকুল পায় না কোথাও বিচার!


মাদকের ছড়াছড়ি, অসতীর গড়াগড়ি
অবৈধ সন্তান করে হাহাকার!
নেতার নেই লাজ, রাজনীতি পেশা আজ
মহা সঙ্কটেও তাই নির্বিকার!


রাজনীতি রাজনীতি কোথা যাও ভানুমতি
অকারণে কেন করো মানবতা বধ?
মুখে বলো প্রীতি প্রীতি, ঝুলিতে নোংরা নীতি
মানুষের কল্যাণে করো দূর্নীতি রদ।


নইলে সকলই যাবে, তুমিও শাস্তি পাবে
সমাজ কাঠামো ভেঙ্গে হবে খান খান!
নেই আর জমিদারী, তবু কেন বাড়াবাড়ি
নতুন সমাজে হোক সুনীতি প্রধান।