দমকা হাওয়া এসে আলোর প্রদীপ যদি নিভে দেয়!
আঁধারে তলিয়ে যাবে অভিমানী শূন্যতা;
বুকের গভীরে রক্তক্ষরণ হবে, সোনালি স্বপ্ন হবে যাযাবর!
বিলাসী কাননে বসে গাইবে না আর পাখি,
শুনবে না কেউ আর ভালবেসে অবসরে।
রূপালী আকাশকে ঢেকে দিবে কালো মেঘ;
লুকিয়ে রইবে চাঁদ, জোছনার চোখে রবে তন্দ্রা!
ফুটবে না আর বুঝি সৌরভ ছড়ানো রজনীগন্ধা!


দিগন্তে চেয়ে রবে উদাসী চোখ দু’টি, হয়তো খুঁজবে আলো,
পিয়াসী অন্তরের মিটবে না আর বুঝি তৃষ্ণা!
হয়তো কেটে যাবে বিরহী প্রহরগুলো দীর্ঘশ্বাসে,
সেয়ানা সুখগুলো দূরে বসে খেলে যাবে লুকোচুরি খেলা;
আবেগে ঝরবে জল, ব্যথিত হৃদয়ে ধোঁকা দিবে অবেলার ভেলা!
সময়ের অগোচরে সময় বয়ে যাবে, এরই মাঝে এসে যাবে গোধূলি বেলা!