নিয়ত-অবিশ্রান্ত বুকের গভীরে ঝরে
বোবা কান্নার অশ্রু জল!
তবুও প্রলয় আসে দুখের বার্তা নিয়ে,
সঙ্গে তীব্র সুনামীর ঢল!


কাঁদতে চেয়েছি আমি চীৎকার করে;
হারিয়েছি অবিচারে কণ্ঠস্বর!
অজস্র ব্যথার মিছিল ক্রমাগত আসে;
আসছে থাবা মেলে ঘূর্ণিঝড়!


অশান্ত পৃথিবীতে শান্তি বিষাদে ভাসে
দু’চোখে নেমে আসে অন্ধকার!
হৃদয়ে অনল জ্বলে, সঙ্কট ধেয়ে আসে
মৃত্যু হাতছানি দেয় বারংবার!


জননীর আঁচলখানি শূন্য হয়েছে জানি
বিরাণ ভূমিতে দেখি লাশ!
মুক্তির আকুতি লুপ্ত হয়, যেমন করে
মেঘের আড়ালে নীলাকাশ!