কেউ জানে না কিসের মেলা
চলছে এখন গোপন খেলা!
দিনের শেষে যায় যে বেলা
সত্য বললে বুঝবে ঠেলা!


কোথায় ছিল কার ঠিকানা
কারও কাছে নয় অজানা,
চক্ষু থেকেও সবাই কানা
দেখবে শুনবে বলতে মানা!


ভাই বেরাদার পর হয়েছে
লাভ যা ছিল তাও খুয়েছে,
ভূতের ভয়ে শির নুয়েছে
যাও বা ছিল তাও দিয়েছে!


নিত্য নতুন খবর আসে
চমক লাগে মাসে মাসে,
দেশকে কারা ভালবাসে
কে কাঁদে আর কারা হাসে!


দেশটা হলো পণ্য এখন
ভাগ বাটোরা করে মাখন,
থাকবে না কেউ দ্রোহী যখন
হাওয়া খাব শূন্যে তখন!