বৃক্ষলতাও করে শেকড়ের সন্ধ্যান;
পশু-পাখিও খোঁজে তার মাতৃক্রোড়,
অথচ মানব সন্তান ভ্রান্তির বেড়াজালে
ক্লান্তিহীন চলতে গিয়েও আসে অবসাদ,
অথচ প্রশ্নগুলো নিরুত্তরই থেকে যায়!
হতাশার স্তরভেদে উন্মাদনা-উন্মত্ততা
জনসমষ্টিকে করতে চায় বিভ্রান্ত,
ভাবে, সবাই বুঝি তার মতই বুদ্ধিমান (!)

প্রশংসিতকে প্রশ্নবিদ্ধ করার অবিরাম প্রয়াসে
আপন সত্ত্বাকেই কেবল করে কলুষিত!
গবেষণাগার থেকে বিষাক্ত বর্জ্যগুলো
চু’য়ে চু’য়ে ছড়িয়ে পড়ে সবুজ কায়ায়!
মহামারির আশঙ্কায় দখিনা বাতাসও
ম্রিয়মাণ হয়ে শেষে থমকে যায়!


প্রাপ্তির খেরোখাতা শূন্যতার হাহাকারে শ্রান্ত,
তবুও মোহজালে আবদ্ধ মহোপাধ্যায়
অভিবাসী হবার সাধ নিয়ে এগিয়ে যায়-
নতুন তত্ত্ব দিয়ে মনোরঞ্জনের আকাঙ্খায়!