প্রাপ্ত সুসংবাদ থেকেই হয়েছি অনুপ্রাণিত;
তাই কলমকেই করেছি মুক্তির হাতিয়ার,
মৃত্যু নিশ্চিত-অতএব সেই মৃত্যুই হোক
নির্ভীক মোমিনের দন্ডমুক্তির জামিনদার।


আল্লাহ‘র দাসরা চিরন্তন সত্যের সাধক;
সুন্নতের সীমানায় থেকে করছে ইবাদত,
ওরা সন্ত্রাসী নয়, পাপ থেকে ওরা মুক্ত;
আল্লাহ্’র পক্ষ থেকে পায় তারা রহমত।


ইসলামের বাইরে কোথাও মানবতা নেই;
যতই ভেবে থাকো মেকি দুনিয়ার প্রতিভূ,
মোমিনগণ অবনীর লোভে লালায়িত নয়;
আল্লাহ্’র গোলাম শুধু তাঁকেই মানে প্রভু।


বলিষ্ঠ কলমের ভাষা হবে প্রতিবাদী, যদি
জালিমের জুলুম জীবনকে করে প্রাণান্তকর,
যার যতটুকু সমর্থ আছে করো প্রতিাবাদ,
যদি মিথ্যা বলে কেউ করে পরকে বেঘর।


আখেরী জামানায় বিশ্বব্যাপী হবে মালহামা;
এক পক্ষে রবে মোমিন, বিপক্ষে অবিশ্বাসী,
মোমিনগণ আল্লাহ্’র রহমতে হবে জান্নাতী;
বীরমুজাহিদ সহ বাক বা কলমযুদ্ধ প্রয়াসী।