অধুনা-অস্থিরতা যেন অপ্রতিরোধ্য!
কেউ মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে
কেউ করে গণমাধ্যমে তথ্য সন্ত্রাস!
ভূমণ্ডল ভুগছে এখন করোনা জ্বরে!


কোথাও চলছে প্রাণঘাতী যুদ্ধবিগ্রহ!
বেশুমার লুটপাটে কেউ হয় নিঃস্ব,
কেউ আছে আত্মপ্রচারে ভীষণ মগ্ন
এমনকি তোলপাড় করে চলে বিশ্ব!


কারো চাই সর্বোচ্চ-জব্বর খেতাব;
হোক বা না হোক কোন মহীয়ান!
কেউ বা সৃষ্টি করে কৃত্রিম সংকট
গুণহীন হয়েও দাবী করে অবদান!


স্বার্থপরের মতই কেউ বা ব্যস্ত স্বয়ং
স্বজনের প্রতি নেই কোনো ভ্রুক্ষেপ!
সেই তবু সমাজ সেবক জন-দরদী!
বড় আখ্যা না পেলে করে আক্ষেপ!


এভাবেই চলে দেশ জনতার সংসার;
বেচাকেনা হয় প্রেম অসুস্থ পরিবেশ,
তবুও শুনি জারিজুরি অনন্য কৌতুক
নিয়তই তেলবাজি, আহা বেশ বেশ!