ফেলে আসা পাড়াগাঁয়ে চল যাই সবে ফিরে,
যেখানে জোছনা আসে ভালোবেসে চুপিসারে।


কানে কানে কথা বলে উদাসী হিমেল বাই,
বধুয়ার আঁচল খানির কিযে মধুর ঘ্রাণ পাই।


রাত জাগা নিশি রাতে মায়াবী মহুয়া বনে,
জোনাকি প্রেয়সীর সনে প্রেম হয় আনমনে।


রজনীর আকাশ জুড়ে তারাদের মেলা বসে,
মাঝি গায় ভাটিয়ালী কাশফুল তটে হাসে।


আযানের মধুর ধ্বনি বাতাসে আসে ভেসে,
নানা পাখি দল বেঁধে ডানা মেলে আকাশে।


শীতের সোনালী রবি প্রভাতে উঁকি মারে,
পিঠা-পুলি বয়ে আনে স্বজনে খোলা দ্বারে।


আবেগে সোহাগী ভাবে কুয়াশা কেটে গেলে,
নব রাগে ছড়াবে স্বপ্ন প্রেমীর কোমল দিলে।