চল দুই জনে আকাশের নীলে
মেঘের ছাউনিতে বাসর গড়ি,
পাখির পালক দিয়ে স্বপ্নের রঙে
মাদুর বানিয়ে চল ঘুমিয়ে পড়ি।


চাঁদের আলোতে তারাদের সাথে
ভালবাসা দিয়ে চল মিতালী করি,
রঙধনু থেকে এসো কিছু রঙ এনে
হৃদয় গভীরে দু’জন বাড়াই মাধুরী।


আমাদের পাশে, পরী যদি আসে
বরণ করে নিবো মিষ্টি হাসিতে,
জমবে আসর আহা!মধুর আলাপনে
ওদের ডানায় চেপে উড়বো খুশিতে।


শীতের আকাশে শিশির বিন্দু হাসে
শিস দিয়ে যায় দেখ দখিনা বাতাসে,
চাঁদের বুড়ির থেকে চাদরখানি এনে
মুড়িয়ে কাটাবো শীত পৌষের মাসে।