সুশোভিত দুনিয়াটা ঈমানের শত্রু!
আল্লাহকে সহ ভুলি ওকালের মিত্র!
আলেয়ার প্রলোভনে পথভোলা পান্থ-
ভুলে যাই পরকাল, হয়ে যাই ভ্রান্ত!
নবীর আদর্শ ভুলে মাতিয়াছি দ্বন্দ্বে
ফিরে আসা অসম্ভব মোহনীয় ছন্দে।
শয়তানের ধোঁকাতে করি কত ভুল
অপমানে-অপবাদে টেনে ছিঁড়ি চুল!


সময়ের দাবী মেনে হতে হবে শুদ্ধ
শয়তানে হবে জানি অতিশয় ক্রুদ্ধ!
তথাপি চলব সোজা ছাড়িয়া বিপথ
আল্লাহ করলে ক্ষমা হয়ে যাব সৎ।
ইরাদা রয়েছে মনে, ছাড়বো গলতি;
তবেই পারবো হতে নির্মল জান্নাতী।