ধেয়ে আসছে অন্ধকার-দ্যুতিকে হারিয়ে!
ধোঁয়াশাকে লালন করা আঁধারের কুঁদনে
ম্লাণ হয়ে যায় জোছনার মায়াবী প্রদীপ্তি!
পর্দার আড়াল থেকে পিশাচ প্রলুব্ধ কোরে
লুটে নিতে চায় মানবিকতা আর বিবেক!
নির্মল অবয়বে দিতে চায় কলঙ্কের প্রলেপ!
অতঃপর অট্টহাসিতে প্রকম্পিত করতে চায়
জমিনের সাথে সাথে দূরের আরশিনগর!


অথচ, দর্শকের মত সবাই যেন নির্বিকার!
ইতোমধ্যেই ক্ষুধা উদরে দিয়েছে মোচড়!
ছলনার আঘাতে জর্জরিত ঐক্যের ভিত!
কর্মহীন বেকারের দেয়ালে ঠেকেছে পিঠ,
তবু, কি এক পিছুটান ঠেলে দেয় পশ্চাতে-
যেন হয়নি কিছুই! যদিও সামনেই যমদূত!