নিগূঢ় রহস্যের গভীরে ডুবে আছে বিশ্ব
ডুবে থাকে অহমিকায়, যে নাকি নিঃস্ব!
কি আছে বলো তোমার, কতটুকু বিজ্ঞ?
যতটুকু ভাবো জ্ঞানী, তার চেয়ে অজ্ঞ!


প্রলাপে কাটে বেলা, কতটুকু জানো খেলা?
একটু জ্বর হলে সারা দেহে বাড়ে জ্বালা!
নিরন্ন মানুষেরে কেন তুমি করো হেলা!
কি মূল্য বলো তব, কেটে গেলে বেলা!


শিয়রে স্বপ্ন ছড়িয়ে করে যাও দুরন্তপনা!
লোভের গর্ভে জন্মে তসরূফের আলোচনা!
মোহ আশ করে গ্রাস! অপরের সান্ত্বনা!
তাই নিজের স্বার্থে করো মহীতে ছলনা!


প্রহসনে কিস্তিমাত! মনে পোষো কুমন্ত্রণা!
অপরের বিনাশ চাও, দাও শুধু যাতনা!
অপবাদ ছড়াতে করো অশুভের বন্দনা!
নিজেকে শ্রেষ্ঠ ভাবো করে নানা বাহানা!