চরিত্রহীনের সংজ্ঞা নিয়ে
গবেষনা চলে সারাদেশ জুড়ে!
হয়তো দেখা যাবে কোন একদিন
সবাই হয়ে গেছে ভয়ানক চরিত্রহীন!


লেবু চিপলে নাকি তেতো হয়ে যায়!
অখাদ্য হলে তা ফেলে দিতে হয়
ঘরে রাখার থাকে না উপায়!
কারণ, সে দুর্গন্ধ ছড়ায়!


পরাজিত যত স্বপ্নগুলো
বেদনায় কাঁদছে পলে পলে!
বধিরে গিয়ে ভিড়ে অন্ধের দলে
প্রতিশোধ নিতে চায় নানারূপ ছলে!


অপ্রিয়ও জনপ্রিয় হয সিদ্ধান্তের ভুলে!
মন্দ পরিণতি! চোখ ভরে জলে!
ভরেছে জনপদ ঘৃণীত খলে!
সত্যের মৃত্যু হয় ছলে!