ছোট ছোট দেশে ছোট ছোট দুখ,
সহজে মিটে যায়, বাড়ে মনে সুখ।
বড় বড় দেশে দেখি বড় বড় ব্যথা,
সুখ নেই! যদিও ঘামায় না মাথা!


অহমে শর্তহীন তবু ভাবে মহাজন!
বেড়ে যায় দিনে দিনে ঢের অনটন,
মিটে নারে সাধ কভু, চায় অফুরান!
তাই তারা কেড়ে নেয় অপরের ধন!


দিনে দিনে বেড়ে যায় দ্বন্দ্ব-বিবাদ,
মানুষের মনে জমে অনেক বিষাদ!
এভাবেই শুরু হয় দেশে দেশে রণ;
হাতিয়ার সদা বাজে ঝন্ ঝন্ ঝন্!


কে বড় কে ছোট চায় করতে প্রমাণ;
গ্রাস করে পর দেশ, যায় কত প্রাণ!
তবু কেউ কাউকেই ছাড়তে নারাজ!
তাই ওরা হয় ভবে ঘৃণিত যুদ্ধবাজ!