বর্ণ দিয়ে শব্দ সাজাই, শব্দ দিয়ে কাব্য
চেষ্টা করি এইটা ভেবে, হয় যেন ভাই শ্রাব্য,
কবির খেতাব লুফে নিতে চলছে কলম যুদ্ধ
বন্ধুতাটা ঠিক রেখ ভাই, দ্বার করো না রুদ্ধ!  


সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করি, স্রষ্টা করি অস্বীকার
সীমা রেখা মেনে চলার এসো করি অঙ্গীকার;
নবীন-প্রবীণ সবাই জানি, কোনটা ভাল-মন্দ
পায়ের উপর পাড়া দিয়ে কেন বাড়াই দ্বন্দ্ব!


তোমার কাছে মন্দ যেটা, আমার কাছে শ্রেষ্ঠ
ক্ষণস্থায়ী ঠুনকো জীবন, হই না কেন শিষ্ট!
কোথায় আলো কোথায় আঁধার বলতে পারে কে?
তোমার আমার জীবন প্রদীপ জ্বালায়-নেভায় যে।


যে ভাবে সে স্বয়ং অধম, সেই তো মহাজ্ঞানী
অহম ত্যাজী এসো না ভাই বিমুক্ত হই গ্লানি।