আল্লাহ্ ও তাঁর বিধান, নবী-রাসুল,
পয়গম্বর-ফেরেস্তাকুল, পুনরুত্থান;
পরকালীন বিচার, পুরস্কার-শাস্তি,
জান্নাত-জাহান্নামের প্রতি নিঃশর্ত
ও সংশয়হীন অগাধ বিশ্বাস আর
প্রশ্নহীন আনুগত্যের নামই ইসলাম।


যুক্তির লড়াই এখানে যৌক্তিক নয়;
আল্লাহ্ বিশ্বস্রষ্টা, নির্ভুল এক সত্ত্বা।
যার হিসেব প্রমাণিত চুলচেরা সত্য।
অতএব, তর্কের উর্দ্ধে উঠে যারা
মেনে নিবে, বিষয়টা শুধুই তাদের।


যার কাছে অবিশ্বাস্য, নান্দনিক নয়,
সে যেন থাকে সময়ের অপেক্ষায়;
সুনির্দিষ্ট সময়ে বুঝে নিও আয়-ব্যয়!
সময়ই বলে দিবে, কার হবে জয়।
সঙ্কটের যা কিছু আছে এই অবনীতে-
তা শুধু মুমিনের তরে, অন্যের নয়।


ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই শুধু
মিলবে মুমিনের তকমা, নচেত নয়;
জমিনের মুক্তির ক্ষণস্থায়ী ভাবনার
পড়বে না আছর, কবরের ওইপার,
পরকালীন মুক্তিতেই অনন্ত বিজয়।