বাতাস ঘুরে গেলে কিভাবে বদলে যায় মানুষের মন!
শুরু হয়ে যায় অন্দরে-বাহিরে নতুন খেল, নতুন রণ!
হোঁচট খায় অনেকেরই স্বপন! বেড়ে যায় পেরেশানি!
নতুন অভিযানে থাকবে কি তোমার, লুন্ঠন করা ধন?
দর্শকগণ থাকে, ভালো কোন ফলাফলের অপেক্ষায়।
যা দেখে প্রফুল্ল হয় হৃদ-আনন্দ থাকে তৃপ্তির ছায়ায়;
প্রসঙ্গ পাল্টালেই, সব কিছু কি ফের নিয়ন্ত্রণে আসে?
অন্যকে দিলে ঢিল, তাদের ঢিলে প্রতিদ্বন্দ্বীও ফাঁসে!
এইভাবে খেলা চলে মর্ত্যজুড়ে, প্রতিপক্ষ হ’লে শক্ত-
পরিশেষে কেউ ভাবে শত্রু! কেউ বা হয়ে যায় ভক্ত।