আঁধারে কয়েদী হয়ে নানা কথা ভাবি,
ব্যতীত খোদার কাছে, নেই কিছু দাবী;
মুক্তি ছাড়া অস্তি বৃথা, সময়ের নাশ!
ইচ্ছের দাসত্ব করে, মিছে করি আশ।
অসাড় অবনী আজ হয়েছে পিশাচ!
বিশ্বাস হয় না মনে, এটা ক্ষরী কাঁচ!
আঁকড়ে ধরতে চাই, লোভাতুর মনে-
অকস্মাৎ বজ্রাঘাতে আশা ভাঙ্গে ক্ষণে!


তাই যদি করি পণ, সততার সাথে-
চালাবো জীবন তরী, পড়বো না ফাঁদে,
ছলনা ব্যতীত যেন চলি সোজা পথে,
অপমান করি যদি, দেখবো সে কাঁদে!
ক্ষমতার বাহাদুরী করবো না মোটে,
তবেই মিলবে মুক্তি, পড়বো না জটে।