দ্বি ধারায় বিভক্ত জনস্রোত দাঁড়িয়ে মুখোমুখি!
ওরা সমরক্ষেত্রে বাজায় রণ ডঙ্কা সজ্জিত হয়ে;
বাদবাকি সব নিজের অজান্তেই শেকড় বিহীন!
অবাক লাগে! এখনো বেঁচে আছি বিপন্ন গ্রহে!


চিপসের খেলা শুরু হয়ে গেছে, কেন্দ্র নিয়ন্ত্রিত
প্রযুক্তির আশ্রয়ে, অহমে কেউ বুনে ভ্রান্তির জাল
ছড়িয়ে দেয় প্রাসাদষড়যন্ত্রের অশান্তি শান্তনীড়ে!
কেউ কেউ আশ্রয়হীন হয়ে যায় ঝড়ের তান্ডবে!


কোথাও চলে কষ্টিপাথরে পরীক্ষারপালা নিঃশ্বব্দে;
কেউ চালছে নিষ্ঠুর নিয়মে দাবার চাল মহানন্দে-
সাদাকালো কোটে! সঙ্গে ছড়ায় লোভ আর মোহ,
প্রতারণার ফাঁদ পেতে রেখে শঠের আঁচলে বাঁধে!


দৃশ্যপট অনতিদূর! গণনা হয়েছে শুরু দিনক্ষণের,
প্রাজ্ঞ প্রস্তুতি নেয়, ক্রম বিন্যাসে কেবা হবে শ্রেয়-
দিবস-রজনী ব্যাপী তারই চলে মহড়া প্রাণান্তকর!
শুরু হবে চূড়ান্ত খেলা, এলে প্রত্যাশিত মহা ক্ষণ!