আগ্রাসী দাবার চালে
বড়েগুলো মরে গেলে
পাওয়ারে পড়বে তখন শনির নজর,


আশংকা জিইয়ে রেখে
শরীরে সুবাস মেখে
ফুরফুরে মেজাজ কি মানবে ওজর?


প্রহরী পড়লে খসে
দুর্গটা পড়বে ধ্বসে,
হাতি ঘোড়া বসে বসে খাবে না গাজর;


লড়াইটা হবে খুব শক্ত,
কে জানে ঝরবে কত রক্ত!
ভয় থেকে বাঁচবে না করে ভ্যাজর ভ্যাজর।


ধরা খাবে মন্ত্রীর চাল!
জড়িয়ে ধরবে জাল,
অবশেষে রাজতরীর ছিড়বে আজর!