হায়নার হাভেলীতে হরিণের বাস!
মায়াবী দুই চোখে ঝরিতেছে অশ্রু,
মানবতা কোথায় আছে বিশ্বময়?
সাদা-কালো একসাথে হয়েছে মিশ্র!


ঈর্ষা-বিদ্বেষ! ধৈর্য হয়েছে শেষ!
প্রেম-প্রীতি নেই আর অবশেষ!
বারুদী উত্তাপে জনতা হয় লাশ!
রংধনু সাজায় তবু হৃদয়াকাশ!


বিলাসীর অভিলাষে নেই নিরাপত্তা
স্বার্থপরের মত অবরোধ করে নদ,
পৈশাচিক গর্বে কত প্রাণ করে বধ
তবুও মিটে না তার লালিত সাধ!


নিরস্ত্র পাটনে চলে সশস্ত্র অভিযান
বর্বর তোলে ঝড়; নেই সমাধান!
সত্যের বাণীসহ কাঁদে বিবস্ত্র প্রাণ;
আব্রু ধুলোয় লুটে, নেই পরিত্রাণ!