কৈশোর থেকে জমে আছে মনে
পামরের দুর্বৃত্তি-নৈরাজ্যের গল্প,
সেই যে হাটে ঘটা ধ্বংসযজ্ঞ;
এখনো স্মরণ আছে অল্প-স্বল্প।


দীর্ঘ পথ পরিক্রমায় মরুদেশ
উত্তপ্ত হয়েছে, আজও বহমান;
এভাবে বিশ্ব হয় যদি নিঃশেষ
বাঁচবে না হয়তো কারো প্রাণ!


মাঝে-মাঝে একটু-একটু করে
এখানে-সেখানে যুদ্ধ হতে হতে,
বাড়ছে ব্যাপকতা প্রতিটি ঘরে
হয়তো লাগবে সারা পৃথিবীতে!


বুঝে যদি থাক প্রিয় সুধীজন;
মানবতাবোধ তুলে ধরো উর্ধে,
দানবকে রুখে দাও এই এখন;
অবনী বাঁচাও সকলেরই স্বার্থে।