আমার মানচিত্র আমার অহঙ্কার!
স্মৃতির জৌলুস, বিজয়ের উপহার।
আমি ভুলে যাই শত কষ্টের জ্বালা
যখনই দোয়েলের গান শুনি, পড়ি
এই গলে দীঘি থেকে তুলে আনা
শাপলার মালা! আবেগ এসে কানে
কানে বলে যায়, মনে রেখো প্রিয়;
অঙ্গীকার ভুললে শহীদরা কষ্ট পায়।


এ মাটির গন্ধে মমতা মিশে আছে,
মিশে আছে মাতৃস্নেহ হিমেল বাতাসে।
নবান্নের উৎসবে ফসলের খুশবুতে
উচ্ছাসে মেতে উঠে রংধনু আকাশে!
সোনালী অতীতে বিজয়ের ইতিহাস;
করো না এমন ভুল, খোয়াতে হয়
না যেন পরিচিতি; সুখের আবাস!
মায়ের আদরে যেন ঘুচে যায় দুঃখ;
প্রজন্মান্তরে থাকে যেন দীপ্তি-প্রভাস।