কুয়াশার চাদরে ঢেকে গেছে ঢাকা
সূর্য করেছে মান,
ফুটপাতে বসে বেচে নানা পিঠা
বাঁচে ছিন্নমূলের প্রাণ!


সকালের আলো জ্বলে নাই ভালো
রাস্তা এখনও কালো,
হেড লাইটে চলছে গাড়ি-ঘোড়া
হর্ণ বাজে ঝাঁঝালো!


ওঁৎ পেতে থাকে রাস্তার মোড়ে
দুর্বৃত্ত-ছিনতাইকারী,
জান-মাল নিয়ে চলা বড় দায়
বিপন্ন পথচারী!


রক্ষক যেথা হয় ভক্ষক
জনগণ অসহায়!
মানবতা নিয়ে ভাবছে না কেউ
স্বপ্নরা মরে যায়!


কুল হারা মূল ভাসমান হয়ে
ভেজায় চোখের পাতা,
জাত-মান সবই হারিয়ে ফেলেছে,
শূন্য লাভের খাতা!


এমনি করেই জোড়া-তালি দিয়ে
সর্বহারারা বাঁচে!
জীবন বাঁচাতে কত শত নারী
বাগান বাড়িতে নাচে!


হায়রে ঢাকার কত রূপ-রস
হাতছানি দিয়ে ডাকে,
বস্তির পরে বাড়ছে বস্তি
অলি-গলি বাঁকে বাঁকে!