আলোর প্রতিকূলে কালোর থাবা চলছে চিরকাল
আদম-হাওয়ার পথে শৈতান বাধালো গোলমাল!
এমনি করেই হাজার যুগেও দেয়নি কোথাও ছাড়
তাই তো বেড়েছে জীবনভর, যার পর নেই বাড়!


ঈমান হারিয়ে আজাজিল হয়েছে ইবলিশ শয়তান
অহমিকার ভারে অবাধ্য হইয়া হয়েছিল বেঈমান!
ইবাদত যত করেছিল আগে চেয়ে নিলো বিনিময়
সেই শক্তিতে বলীয়ান হয়ে কত হৃদয় করল জয়!


ভ্রান্তির জালে জড়িয়ে-পেঁচিয়ে সৃষ্টিকে দিল ধোঁকা
পদে পদে তার ছলনায় মজে সবাই হলাম বোকা!
আল্লাহ্-রাসুল করি না পরোয়া, করি কত বিদ্রুপ!
দুনিয়াকে দেখি রঙিন চশমায়, মনে হয় অপরূপ!


ফন্দি করে ভুলিয়ে দিয়েছ, আমরা আল্লাহ্’র দাস!
গোপন কথা থাকেনি গোপন আল্লাহ্ করেছে ফাঁস;
নিজের নাসিকা কাটিয়া করলে সবারই যাত্রা ভঙ্গ!
দোজখের আগুনে পুড়ে হ’বে কয়লা তোমার অঙ্গ!


আল্লাহ্’র বাণী বর্জন করে করলে নিজের সর্বনাশ
সেই ফাঁন্দে পাও বাড়িয়ে আমরা করেছি অবিশ্বাস!
তোমার জন্যে জ্বীন-ইনসান হারিয়েছে সোজা পথ
তোমার প্রভাবে সবার মাঝে বেড়ে গেছে ভিনমত!