অবকাশের মেয়াদ হয়তো বা হয়েছে শেষ
এবার কষে ধরবেন আল্লাহ্ না বেছে দেশ;
শিক্ষা হইবে যখন সময় থাকবে না বাকি
অশ্রুতে ভরে যাবে তখন জালিমের আঁখি!


“কালের কন্ঠ”বলে, ঘোষনা করিয়াছে চীন
ছাব্বিশে ডিসেম্বর’উনিশ স্বপ্ন দেখছে রঙিন!
পরিবর্তন করবে নাকি আল্লাহ্’র কোরআন!
যা বিশ্বমানবের কল্যাণের তরে অপূর্ব দান।


অথচ পবিত্র কোরানে আল্লাহ্তা’লা বলেছেন,
“এ কোরআন আমি নাজিল করেছি, আমিই
এর হেফাজতকারী”, হায়রে! নাস্তিক-বেদ্বীন
কবে হবে তোদের হুঁশ? আর আছে ক’দিন?


উপমহাদেশ, উঁইঘুরে, রোহিঙ্গা মুসলিম মেরে  
ভেবেছিস তোরা, আল্লাহ্ বুঝি গিয়েছে হেরে!
জেরুজালেম দখল করেও পাবি না কিন্তু পার
ফিলিস্তিনীদের খুন করে পাকড়াও হবি এবার।


যেমন করে ধরা খেয়েছিল নমরুদ-ফেরাউন
হিটলার-মুসোলিনি-চেঙ্গিস খান এবং কারুন!
ওদের লাশের উপর উড়েছিল শান্তির পাতাকা
আবারও আসবে শান্তি, বাজবে যখন ধামাকা।


অষ্ট্রেলিয়া নিহন্তা পাঠিয়ে মারলো নিউজিল্যান্ডে
জ্বলছে দেখো দাউ দাউ করে নিজেদের ভূখন্ডে!
বিশ্ব আতঙ্কগ্রস্ত এখন চীনের করোনা ভাইরাসে
বাড়ি-ঘর-হাসপাতাল ভরে গেছে অগণ্য লাশে!


জাজিরাতুল আরবকে যারা করিয়াছে অসম্মান
ঈমান থেকে দূরে সরে গিয়ে মারছে মুসলমান!
ওরা খাদের কিনারে দাঁড়িয়েছে, হবে খান খান
আল্লাহ্’র দুশমনকে বন্ধু মেনে হয়েছে বেঈমান!


আরম্ভ হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসলীলা
ভূমিকম্প-দাবানল-ঝড়, ভাঙ্গছে বারুদে কেল্লা!
আসবেই প্রলয় মহামারী হয়ে! এ নয় তো কিচ্ছা;
তাই, সময় থাকতেই জাগুক ক্ষমা চাওয়ার ইচ্ছা।