মানুষঃ  মরণ তোমার বাড়ি কোথায়,
          আসছো কেন তেড়ে?
          কি-ই বা এমন দোষ করেছি
          লাভ কি এতো মেরে?


মরণঃ  তোমরা নাকি বীর বাহাদুর
         দেখতে এলাম ঘুরে,
         এখন দেখছি সবাই পালাও
         আমায় দেখে দূরে!


         জন্ম আমার তাঁর ইশারায়
         যাঁর হুকুমে আসা,
         ইজ্জত নিয়ে খেলছ তোমরা
         এসো খেলি পাশা।


মানুষঃ  নিরীহদের আর মেরো না
          তাদের কষে ধরো,
          যারা অনেক বাড় বেড়েছে
          তাদের ঘাড়ে চড়ো।


মরণঃ  সুযোগ করে দিলে তোমরা
         সাহস তাদের বাড়ে,
         তাইতো সবাই পাবে সাজা
         যমে নাহি ছাড়ে।


         একটু চাপেই ঘাবড়ে গেলে
         আছে আরো ঢের,
         আসতে থাকবে লাইন ধরে
         তখন পাবে টের!