স্মৃতির অনেক পাতাই এখন ধুলোর চর!
যেখানে ঢেকে গেছে কত কষ্টের ইতিহাস!
যেখানে ঘটে গেছে কত স্বপ্নের ছন্দপতন!
হারিয়ে গেছে শৈশব-কৈশোরের কত গল্প!
নির্জনে যখন করি মন্থন কিছু মনে পড়ে।


ঢাকা থেকে কখনো চট্টলা কখনো সিলেট
কখনো খুলনা-যশোর কিংবা উত্তর বাংলা,
ছাতকের রোপওয়ে এখনো দু’চোখে ভাসে।
দেওয়ানগঞ্জ-ঠাকুরগাঁও-রাজশাহী চিনিকল-
এখন অনেকটা যেন কুয়াশার মত অস্থূল!


চট্টলার পতেঙ্গা, লাভলেন আজো ভুলি নাই
ভুলি নাই সেঞ্চুরী হার্ডওয়্যার-নিউ মার্কেট;
বেলাবোর কাঁঠালের কথা এখনো মনে হয়,
তেতুলিয়া-কক্সবাজার হয়ে আছে স্মরণীয়;
মনে পড়ে কলেজ থেকে যাওয়া ভিন্নজগত।  


খুলনার সেই প্রেমকানন কি এখনো আছে?
নাটোর রাজবাড়ির সাহিত্য মেলার আসর
এখনো কাছে টানে উদাসীন গোধূলি বেলা;
আজ অনচ্ছ আঁখিদ্বয় থমকে যায় মনিটরে
বাংলা কবিতার আসরে করি ভ্রমণ বিলাস!