মুর্খের মত বিশ্বাস করি
‘অন্ধ’ দেখাবে আলোর পথ!
বিলাসী গ্রহের অপরাধী ভাবে,
আর কেউ নয়, সেই একা সৎ!


সত্য বিমুখ, খুঁজে ফিরে সুখ
আরাধনা করে শয়তানের,
ব্যভিচারে থাকে সদা নিয়োজিত
খুন করে কত শত ভ্রুণের!


বিরাণ ভূমিতে আল্পনা এঁকে
স্বপ্ন সাজায় কল্পনায়,
পদভারে কাঁপে নত জনপদ
নিপীড়নে কাঁদে যন্ত্রণায়!


ষড়যন্ত্রের জালে ফেঁসে গিয়ে
শঙ্কায় করে নিশি যাপন,
সারি সারি শুয়ে লাশের মিছিল
কাফন ছাড়াই হয় দাফন!


তারপরও কথা রয়ে যায় বাকি
আনুগত্যের চায় দাসখত!
ভাইয়ের রক্তে রঞ্জিত হলে
উপহার দিবে নাকের নথ!