এসো করি সত্যের কাছে আত্মসমর্পণ
রুদ্র সমরে দাঁড়িয়ে করছি মুক্তির অন্বেষণ!
ঘৃণীতরা করে জীবনের সাথে বিদ্রুপ-প্রহসন
এসো করি সত্যের কাছে আত্মসমর্পণ।


চঞ্চল মন মানে না বারণ সংকটে
প্রতি পদে পদে বাধা পাই শুধু হাটে-ঘাটে,
লালসার আগুনে জ্বলে মরি বিকার-বিভ্রাটে
চঞ্চল মন মানে না বারণ সংকটে।


ক্ষণে ক্ষণে এই মনে জাগে শিহরণ
প্রলুব্ধ হৃদয়ে রঙের বাহারে লাগে কাঁপন,
লুব্ধ করে সুপ্ত পশুর মোহনীয় প্রলোভন
ক্ষণে ক্ষণে এই মনে জাগে শিহরণ।


সত্য দর্শনে মিত্র হারাই অবলীলায়
মিথ্যার কাছে ধ্বস্ত হই ঈমানী ব্যর্থতায়!
প্রিয়জন গড়ে তোলে বাধা-বিঘ্ন-অন্তরায়!
সত্য দর্শনে মিত্র হারাই অবলীলায়!


আলেয়ার কাছে হেরে যাই বারবার
আলোর ফোয়ারাকে খুঁজে ফিরি চারিধার,
ঘিরে ধরে বিষন্নতা দেখি শুধু স্বেচ্ছাচার
আলেয়ার কাছে হেরে যাই বারবার!